কর্ণফুলী উপজেলায় উপজেলা সমাজসেবা কার্যালয়, কর্ণফুলী, চট্টগ্রামের উদ্যোগে আর্থ-সামাজিক উন্নয়নে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ ০৪/০৬/২০২৪ খ্রিঃ তারিখে। সকাল ১১.০০ ঘটিকা থেকে শুরু হওয়া সেমিনারে সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার, ইউনিয়ন সমাজকর্মী, কারিগরি প্রশিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় সাংবাদিক, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বিভিন্ন প্রকল্প গ্রামের গ্রাম কমিটির সভাপতি ও মাতৃকেন্দ্রের সম্পাদিকারা অংশগ্রহণ করেন। উপজেলা সমাজসেবা অফিসার জনাব সবুর আলী সেমিনারের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন। উক্ত সেমিনারে কর্ণফুলী উপজেলা পরিষদের শ্রদ্ধেয় চেয়ারম্যান জনাব ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেনে জনাব মোঃ ফরিদুল আলম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম। এছাড়া, উক্ত সেমিনারে আলোচক হিসেবে জনাব মোহাম্মদ ওয়াহীদুল আলম, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম এবং জনাব উর্বশী দেওয়ান, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস