‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, কর্ণফুলী, চট্টগ্রামের আয়োজনে র্যালি, পুরস্কার বিতরণ ও কল্যাণরাষ্ট্র বিনির্মাণে মুক্ত আড্ডার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস- ২০২৫ পালিত হয়েছে।
২ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, কর্ণফুলী, চট্টগ্রামে কল্যাণরাষ্ট্র বিনির্মাণে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুমা জান্নাত। উক্ত আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন কর্ণফুলী উপজেলা সমাজসেবা অফিসার জনাব সবুর আলী। উক্ত আলোচনা অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্ণফুলী উপজেলার সমন্বয়ক জনাব জোবায়ের আলমসহ আরও অনেক ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া, সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন ভাতাভোগী, বেসরকারি এতিমখানার শিক্ষক ও ছাত্র এবং সমাজসেবা কার্যালয়ের কর্মচারীরা উপস্থিত থেকে আলোচনা সভাকে সাফল্যমণ্ডিত করেন।
আলোচনা সভা শেষে কর্ণফুলী উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ০৩ জন ছাত্রসহ সর্বমোট ০৯ জন উপকারভোগীকে সমাজকল্যাণ পরিষদ থেকে ৮৩,০০০/- টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস