Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

২০২৪-২৫ অর্থবছরের ২য় কিস্তির (অক্টোবর/২০২৪-ডিসেম্বর/২০২৪) বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা ভাতাভোগীর মোবাইলে প্রেরণ শুরু হয়েছে। প্রতারক চক্র সমাজসেবা অফিসের নাম করে নগদ একাউন্টের পিন নম্বর হাতিয়ে নিয়ে ভাতার টাকা আত্মসাৎ করছে। সকল ভাতাভোগীকে তার পিন কোড কারোর সাথে শেয়ার না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রতারক চক্রকে পিন দিয়ে থাকলে এখনই আপনার নগদ একাউন্টের পিন রিসেট করে নিন। 


শিরোনাম
সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপিত
বিস্তারিত

নেই পাশে কেউ যারসমাজসেবা আছে তার‌’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, কর্ণফুলী, চট্টগ্রামের আয়োজনে র‍্যালি, পুরস্কার বিতরণ ও কল্যাণরাষ্ট্র বিনির্মাণে মুক্ত আড্ডার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস- ২০২৫ পালিত হয়েছে।


২ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, কর্ণফুলী, চট্টগ্রামে কল্যাণরাষ্ট্র বিনির্মাণে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুমা জান্নাত। উক্ত আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন কর্ণফুলী উপজেলা সমাজসেবা অফিসার জনাব সবুর আলী। উক্ত আলোচনা অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্ণফুলী উপজেলার সমন্বয়ক জনাব জোবায়ের আলমসহ আরও অনেক ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া, সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন ভাতাভোগী, বেসরকারি এতিমখানার শিক্ষক ও ছাত্র এবং সমাজসেবা কার্যালয়ের কর্মচারীরা উপস্থিত থেকে আলোচনা সভাকে সাফল্যমণ্ডিত করেন।


আলোচনা সভা শেষে কর্ণফুলী উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ০৩ জন ছাত্রসহ সর্বমোট ০৯ জন উপকারভোগীকে সমাজকল্যাণ পরিষদ থেকে ৮৩,০০০/- টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
02/01/2025
আর্কাইভ তারিখ
31/01/2032