শিরোনাম
সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
বিস্তারিত
অদ্য ২০/০৩/২০২৪ তারিখে উপজেলা সমাজসেবা কার্যালয়, কর্ণফুলী, চট্টগ্রামের উদ্যোগে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত ০৫ জন ব্যক্তির মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার জনাব সবুর আলীর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুমা জান্নাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের মাঝে চেক বিতরণ করেন। এসময় ০৫ জন ব্যক্তিকে মাথাপিছু ৫০,০০০ টাকা করে সর্বমোট ২,৫০,০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার জনাব মোঃ নুরুল ইসলাম, অফিস সহায়ক মোঃ মিনহাজসহ আর্থিক সহায়তা গ্রহণকারী ব্যক্তিদের স্বজনেরা উপস্থিত ছিলেন।