Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

২০২৪-২৫ অর্থবছরের ২য় কিস্তির (অক্টোবর/২০২৪-ডিসেম্বর/২০২৪) বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা ভাতাভোগীর মোবাইলে প্রেরণ শুরু হয়েছে। প্রতারক চক্র সমাজসেবা অফিসের নাম করে নগদ একাউন্টের পিন নম্বর হাতিয়ে নিয়ে ভাতার টাকা আত্মসাৎ করছে। সকল ভাতাভোগীকে তার পিন কোড কারোর সাথে শেয়ার না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রতারক চক্রকে পিন দিয়ে থাকলে এখনই আপনার নগদ একাউন্টের পিন রিসেট করে নিন। 


প্রশিক্ষণের বিস্তারিত

০১. দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ: সমাজের দরিদ্র্য মানুষের ভাগ্যোন্নয়নে উপজেলা সমাজসেবা কার্যালয়, কর্ণফুলী, চট্টগ্রাম  সরকার কর্তৃক প্রবর্তিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করে থাকে। এই সুদমুক্ত ক্ষুদ্রঋণের সুফলভোগী এবং এই কার্যক্রমের সাথে জড়িত সংশ্লিষ্ট জনবলকে দক্ষ করে গড়ে তোলার জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে। সরকার কর্তৃক অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

০২. On the Job Training: বাংলাদেশের ছয়টি আদি পেশার মানুষকে তাদের পেশার আধুনিকায়নের পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্যই এই প্রশিক্ষণ। ছয়টি আদি পেশা হলো- কামার, কুমার, নাপিত, বাঁশ ও বেত প্রস্তুতকারক, কাসা-পিতল প্রস্তুতকারী এবং জুতা মেরামত/প্রস্তুতকারী। এই ছয়টি পেশার মধ্য থেকে প্রশিক্ষণার্থী বাছাইপূর্বক একজন ওস্তাদের অধীনে দুই জন শিষ্য রেখে এই প্রশিক্ষণ পরিচালনা করা হয়ে থাকে।

০৩. মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের প্রশিক্ষণঃ সমাজের দরিদ্র্য নারীদের ভাগ্যোন্নয়নে উপজেলা সমাজসেবা কার্যালয়, কর্ণফুলী, চট্টগ্রাম  সরকার কর্তৃক প্রবর্তিত পল্লী মাতৃকেন্দ্র খাতে ক্ষুদ্রঋণ প্রদান করে থাকে। এই পল্লী মাতৃকেন্দ্র ক্ষুদ্রঋণের সুফলভোগী এবং এই কার্যক্রমের সাথে জড়িত সংশ্লিষ্ট জনবলকে দক্ষ করে গড়ে তোলার জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে। সরকার কর্তৃক অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।