সমাজকল্যাণ পরিষদের অনুদান
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১ এর আওতায় নিবন্ধন প্রাপ্ত বিভিন্ন সমাজকল্যাণমূলক সংস্থাসহ অতি দরিদ্র ব্যক্তিদের প্রতিবছর বিভিন্ন পরিমানে অনুদান প্রদান করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের মধ্যে যে অনুদান প্রদান করা হয় তা মাঠ পর্যায়ে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত হয়। জেলা সমাজকল্যাণ পরিষদ ও উপজেলা সমাজকল্যাণ পরিষদ মূলতঃ মাঠপর্যায়ে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর কার্যক্রম বাস্তবায়ন থাকে। সমাজসেবা অধিদফতরের কর্মকর্তাগণ জেলা ও উপজেলা সমাজকল্যাণ পরিষদের প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকেন।
প্রদত্ত সেবাসমূহঃ
- সমাজসেবা অধিদফতর হতে ঘোষিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানসমূহে অনুদান বার্ষিক ৫০ হাজার হতে সর্বোচ্চ ২ লক্ষ টাকা অনুদান;
- শহর সমাজ উন্নয়ন প্রকল্প সমন্বয় পরিষদে সর্বোচ্চ ১ লক্ষ টাকা অনুদান;
- রোগী কল্যাণ সমিতি সমূহেরর জন্য ৫০ হাজার হতে ২ লক্ষ টাকা অনুদান;
- অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতিসমূহের জন্য ৫০ হাজার হতে ১ লক্ষ টাকা অনুদান;
- নিবন্ধন প্রাপ্ত স্বেচছাসেবী সংগঠনসমূহের আয়বর্ধক কর্মসূচীর জন্য অনুদান;
- নিবন্ধন প্রাপ্ত স্বেচছাসেবী সংগঠনসমূহের জন্য ৫ হাজার হতে ২০ হাজার টাকা সাধারণ অনুদান এবং আয়বর্ধক কর্মসূচীর জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকা অনুদান;
- প্রতিষ্ঠান/সংগঠন/সংস্থা/দুঃস্থব্যক্তিদের বিশেষ সর্বোচ্চ ২৫ হাজার অনুদান;
- আকস্মিক দূর্ঘটনা বা প্রাকৃতিক দূর্যোগের জন্য সর্বোচ্চ জনপ্রতি ১ হাজার টাকা অনুদান।
সেবা গ্রহীতা
- জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠন;
- শহর সমাজ উন্নয়ন প্রকল্প সমন্বয় পরিষদ;
- রোগী কল্যাণ সমিতি;
- অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি;
- নিবন্ধন প্রাপ্ত সাধারণ স্বেচছাসেবী সংগঠন;
- দরিদ্র/ক্ষতিগ্রস্ত ব্যক্তি/দূর্ঘটনা কবলিত ব্যক্তি।
কার্যক্রম বাস্তবায়ন সংশ্লিষ্টগণ
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রিয়ভাবে স্বেচ্ছাসেবী অনুদান প্রদানের বিষয়টি পরিচালনা করে। জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী-সচিব এবং মাঠপর্যায়ে জেলা পর্যায়ের ৬৪টি জন উপ-পরিচালক, ৪৮৯ জন উপজেলা সমাজসেবা অফিসার ও শহর এলাকার ৮০ জন শহর সমাজসেবা অফিসার এ কার্যক্রম বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট। জেলা পর্যায়ের ৬৪ জন জেলা প্রশাসক, ৬৪টি জন উপ-পরিচালক ও ২২ জন সহকারী পরিচালক মাঠ পর্যায়ের কার্যক্রম তদারকি এবং মাঠ পর্যায় ও সদর দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন। মাঠ পর্যায়ে জেলা সমাজকল্যাণ পরিষদ ও উপজেলা সমাজকল্যাণ পরিষদ কার্যক্রম বাস্তবায়ন কর্তৃপক্ষ। জেলা পর্যায়ে উপপরচালক, সমাজসেবা অধিদফতর ও জেলা প্রশাসক যথাক্রমে জেলা সমাজকল্যাণ পরিষদের সদস্য-সচিব ও সভাপতি এবং উপজেলা পর্যায়ে উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার উপজেলা সমাজকল্যাণ পরিষদের যথাক্রমে সদস্য-সচিব ও সভাপতি হিসেবে কাজ করেন।
সেবাদান কেন্দ্র
- ৬৪টি জেলা সমাজসেবা কার্যালয়,
- ৮০টি শহর সমাজসেবা কার্যালয় ও ৪৮৯টি উপজেলা সমাজসেবা কার্যালয়।
কার্যাবলি ও পদ্ধতি
- প্রতি বছর ৩০ শে অক্টোবরের মধ্যে জাতীয় দৈনিক পত্রিকা ও বিভিন্ন মিডিয়ায় জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক অনুদান প্রাপ্তির দরখাস্ত আহবান;
- সমাজকল্যাণ পরিষদ কর্তৃক জেলা ও উপজেলা সমাজকল্যাণ পরিষদে অনুদানের দরখাস্ত করার নির্ধারিত ফরম এবং দরখাস্ত আহবানের নোটিশ প্রেরণ;
- প্রতি বছর ৩১ শে জানুয়ারির মধ্যে জেলা ও উপজেলা সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আগ্রহী ব্যক্তি প্রতিষ্ঠানের নিকট ফরম বিক্রয় (আবেদনপত্র প্রাপ্তির জন্য ২৫-৩০ টাকা ফি সহ বিশেষ অনুদানের জন্য প্রতিষ্ঠান/সংগঠন/সংস্থা এর ক্ষেত্রে নিজস্ব প্যাডে ও দুঃস্থ ব্যক্তিগণ সাদা কাগজে আবেদন করতে পারবে);
- আবেদন পত্রসমূহ সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয়ে জমা;
- জেলা ও উপজেলা সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আবেদন বাছাই ও জাতীয় সমাজকল্যাণ পরিষদে সুপারিশ প্রেরণ;
- ফরম বিক্রয় হতে প্রাপ্ত অর্থের চেক জাতীয় সমাজকল্যাণ পরিষদে প্রেরণ;
- বিক্রিত ফর্মের অর্থ ট্রেজারী চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান;
- জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক সুপারিশকৃত আবেদনসমূহ চুড়ান্ত অনুমোদন;
- অনুদানের অনুদানের চেক প্রস্ত্তত; মাঠ পর্যায়ে অনুদানের চেক প্রেরণ;
- জেলা ও উপজেলা সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ।
নাগরিকদের সহযোগিতার ক্ষেত্র
- প্রাপ্ত অনুদানের অর্থ প্রতিশ্রুত জনকল্যাণমূলক কাজে সঠিকভাবে ব্যবহার;
- ব্যয়িত অর্থের হিসাব বিবরণী ও ভাউচার সংশ্লিষ্ট সমাজকল্যাণ পরিষদ/সমাজসেবা অফিসে নির্ধারিত সময়ে জমা প্রদান;
- নির্ধারিত ফরমে সঠিক সময়ে নিয়মমাফিক অনুদানের জন্য আবেদন;
- অনুদান প্রদানে কোন অসচ্ছতা পরিলক্ষিত হলে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট অবহিতকরণ।
সেবা প্রদানের সময়সীমা
প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক/খরচ
সংশ্লিষ্ট আইন/বিধি/নীতিমালা
সেবা প্রাপ্তির জন্য যোগাযোগ
সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা অফিসার;
অভিযোগের জন্য যোগাযোগ
- সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার; উপ-পরিচালক, সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়; জেলা প্রশাসক, সংশ্লিষ্ট জেলা;
- পরিচালক (কার্যক্রম), সমাজসেবা অধিদফতর ফোন +৮৮ ০২ ৯১২ ৬৬ ৯২, ই-৮/বি-১, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭
- নির্বাহী পরিচালক, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ইস্কাটন, ঢাকা-১২০৭, ই-মেইল-bnswcbd@gmail.com
- মহাপরিচালক, সমাজসেবা অধিদফতর, ই-৮/বি-১, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ ফোন +৮৮০২ ৯১৩১৯৬৬, ফ্যাক্স +৮৮0২৮১২৭৫৫৭, E-mail: info@dss.gov.bd