Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

২০২৪-২৫ অর্থবছরের ২য় কিস্তির (অক্টোবর/২০২৪-ডিসেম্বর/২০২৪) বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা ভাতাভোগীর মোবাইলে প্রেরণ শুরু হয়েছে। প্রতারক চক্র সমাজসেবা অফিসের নাম করে নগদ একাউন্টের পিন নম্বর হাতিয়ে নিয়ে ভাতার টাকা আত্মসাৎ করছে। সকল ভাতাভোগীকে তার পিন কোড কারোর সাথে শেয়ার না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রতারক চক্রকে পিন দিয়ে থাকলে এখনই আপনার নগদ একাউন্টের পিন রিসেট করে নিন। 


সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক কর্মকান্ডঃ

ক) ৪০২০ জন ব্যক্তিকে বয়স্ক ভাতা, ১২৫০ জনকে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা এবং ২০৯৬ জন ব্যক্তিকে প্রতিবন্ধী ভাতা ও ২৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান।


খ) সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতার মোট ৭৩৯১ জন ভাতাভোগীর মাঝে জিটুপি পদ্ধতিতে সর্বমোট ৫,৮৮,৪৯,২০০ টাকা প্রদান।


গ) সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা প্রদানের নিমিত্তে সর্বমোট ৭৩৯১ জন ব্যক্তির তথ্য এমআইএস সফটওয়্যারে এন্ট্রিপূর্বক ডিজিটাল ডাটাবেইজ প্রস্তুতকরণ।


ঘ) সুদমুক্ত ক্ষুদ্রঋণ খাতে বরাদ্দপ্রাপ্ত ৬৭,৯৩,৫৪০ টাকা ৩৪৫ জন ব্যক্তির মাঝে বিতরণ এবং আদায়কৃত অর্থ থেকে ৯৪,৭২,৫০০ টাকা পূনঃ বিনিয়োগের ব্যবস্থা গ্রহণ।


ঙ) নিবন্ধিত ০৫টি বেসরকারি এতিমখানার ১৫৫ জন এতিম শিশুর আবাসন, শিক্ষা, প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য মাথাপিছু মাসিক ২০০০ টাকা করে সর্বমোট ৩৭,২০,০০০ টাকার ক্যাপিটেশন গ্রান্ট প্রদান।


চ) প্রতিবন্ধীতা শনাক্তকরণ এবং শনাক্তকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রতিবন্ধী পরিচয়পত্র প্রদানের নিমিত্তে ২২০৬ জনের তথ্য সমাজসেবা অধিদফতরের কেন্দ্রীয় ডাটাবেইজ ডিআইএস সফটওয়্যারে এন্ট্রিকরণ।


ছ) জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে দূরারোগ্য রোগে আক্রান্ত ৩২ জন রোগীকে মাথাপিছু ৫০,০০০/- টাকা করে সর্বমোট ১৬,০০,০০০ টাকা অনুদান প্রদান।


জ) জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে ০৪টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ১,২৮,০০০ টাকা অনুদান প্রদান।


ঝ) ১০ জন অসহায় প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ এবং ১৫৫ জন এতিম শিশুর মাঝে কম্বল বিতরণ।